অনেক আগে নামাজের নিয়ম শিখেছিলেন, এখন আবার সেই নিয়মগুলো সঠিকভাবে ঝালাই করে নিতে চান? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সত্ত্বেও নামাজ পড়ার সঠিক নিয়মগুলো নিয়ে এখনো সন্দিহান? একজন মুমিনের জীবনের প্রথম ও প্রধান কাজ হলো সময় মতো নামাজ আদায় করা, যার জন্য প্রয়োজন সঠিক নামাজ শিক্ষা।
কিন্তু শুধু নামাজ আদায় করলেই হবে না বরং সহীহভাবে আদায় করা আবশ্যক। আর শুদ্ধভাবে নামাজ আদায় করতে হলে জানতে হবে নামাজের সকল নিয়ম ও পদ্ধতি।নামাজ আদায় করার সময় অল্প জানার কারণে যাতে কোনো ভুল না হয়ে যায়, সেজন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “অর্থসহ নামাজ শিক্ষা” কোর্স। মাওলানা শেখ মুহম্মদ জামাল উদ্দিন এই কোর্সে আপনাকে শেখাবেন কীভাবে সঠিক নিয়ম মেনে নামাজ পড়তে হয় যাতে এই বিষয়ে আপনার থাকা সকল প্রকার বিভ্রান্তি দূর হয়, এবং আপনি কোরআন ও সুন্নাহর আলোকে সহীহ পদ্ধতি অবলম্বন করে নামাজ আদায় করতে পারেন।